ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নওগাঁয় ইজতেমা শেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নওগাঁয় ইজতেমা শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নওগাঁয় তিন দিনব্যাপী অঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।  

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও মানবতার কল্যাণ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।

মোনাজাতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের  ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এসময় ইজতেমা ময়দানে প্রায় দেড় লাখ নারী-পুরুষের সমাগম ঘটে।

এর আগে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা  শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।