ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো বরিশালের ইজতেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো বরিশালের ইজতেমা ইজতেমার ময়দানে মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো তিন দিনব্যাপী আঞ্চ‌লিক পর্যা‌য়ের বরিশাল জেলা ইজতেমা।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লাখো মুসল্লির অংশগ্রহণে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াত বাংলাদেশের সাবেক আমির আব্দুল হামিদের ছেলে ও তাবলিগ জামায়াতের মুর‌ব্বি বিশিষ্ট চিন্তাবিদ মুফতি মওলানা আব্দুল হামিক মো. মাসুম বিল্লাহ।

১৩ মিনিটের আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।

এর আগে সমাপনী বয়ান করেন রাজধানীর কাকরাইলের তাবলিগ জামায়াতের মুরব্বি মওলানা মোহাম্মদ উল্লাহ।

এদিকে ইজতেমা শেষে বরিশাল থেকে ৪০ দিনের ৯০টি চিল্লা জামায়াত বের হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ১০ থেকে ২০ দিন মেয়াদী আরো ২০টি চিল্লা জামায়াত বের হবে। যার মধ্যে প্রবাসী জামায়াত থাকবে বলে জানিয়েছেন তাবলিগের সদস্য মওলানা আব্দুল মান্নান।

এর আগে গত ২৫ জানুয়ারি বরিশালের নবগ্রাম রোড এলাকায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের পেছন ভাগে প্রায় ১৪ একর জমির উপর আয়োজন করা হয়।

এতে বরিশাল মহানগর এবং জেলার ১০টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের তাবলিগ জামায়াতের সাথী এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন।

বাংলা‌দেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়া‌রি ২৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।