ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

শুক্রবার কলরবের আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
শুক্রবার কলরবের আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিল শুক্রবার কলরবের আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিল

ইসলামি সংগীত সংগঠন কলরবের যুগপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক কেরাত ও নাশিদ (ইসলামি সংগীত) মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (রাজদর্শন হল) আন্তর্জাতিক এ কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হবে।  

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শায়খুল হাদিস আল্লামা মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

 

আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিলে দেশের শিল্পী ও কারিদের পাশাপাশি মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ব্রুনেই ও ফিলিস্তিনের কারিরা অংশ নেবেন।  

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন বাংলানিউজটোয়েন্টিফোরডটকম, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল।  

কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান জানান, এরই মধ্যে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেরাত ও নাশিদ মাহফিলে থাকবে নতুন বেশ কিছু আয়োজন।  

আন্তর্জাতিক কেরাত ও নাশিদ মাহফিল উপলক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছে সংগঠনটি।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।