ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

আল্লাহতায়ালা যাদের ভালোবাসেন না

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আল্লাহতায়ালা যাদের ভালোবাসেন না আল্লাহতায়ালা যাদের ভালোবাসেন না

আল্লাহর ভালোবাসা ঈমানের অপরিহার্য অঙ্গ। আল্লাহ ছাড়া এমন কোনো কিছু নেই যাকে সর্বদিক দিয়ে ভালোবাসা যায়। ঈমানের স্বাদ ও তৃপ্তি মানুষ যতটুকু অনুভব করবে, সে অনুপাতে আল্লাহর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে।

ভালোবাসা প্রসঙ্গ পবিত্র কোরআনে ৭ ভাগে ৬৩ বার উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে মুমিনদের ভালোবাসা সম্পর্কে ১৪ আয়াত, কাফেরদের ভালোবাসা সম্পর্কে ১২ আয়াত, আল্লাহ ভালোবাসেন না যা সে প্রসঙ্গে ১৫ আয়াত, আল্লাহ যা ভালোবাসেন ওই প্রসঙ্গে ৯ আয়াত, ভুল করে ভালোবাসা সম্পর্কে ৩ আয়াত, ভালোবাসার অসার দাবি সম্পর্কে ১ আয়াত আর ভালোবাসার অন্যান্য প্রসঙ্গে রয়েছে আরও ৬টি আয়াত।

ওইসব আয়াত থেকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ অপছন্দ করেন, বান্দার কাছ থেকে যা প্রত্যাশা করেন এমন কিছু আয়াত উল্লেখ করা হলো-

১. ‘তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। তোমরা সৎকাজ করো, আল্লাহ সৎকর্মপরায়ণ লোককে ভালোবাসেন। ’ –সূরা বাকারা: ১৯৫

২. ‘আল্লাহ ও তার রাসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করে বলবৎ থাকবে? তবে যাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যে পর্যন্ত তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে, তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। ’ –সূরা তাওবা: ৭

৩. ‘তারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত। তারা যদি তোমার নিকট আসে তবে তাদেরকে বিচার নিষ্পত্তি করো না, অথবা তাদেরকে উপেক্ষা করো না। তুমি যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার নিষ্পত্তি করো তবে তাদের মধ্যে ন্যায়বিচার করো; নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। ’ –সূরা মায়েদা: ৪২

৪. ‘বলো! তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ’ –সূরা আলে ইমরান: ৩১

৫. ‘নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত-খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য বস্তু। আর আল্লাহ, তার নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। ’ –সূরা আলে ইমরান: ১৪

৬. ‘তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পূন্য লাভ করবে না। তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত। ’ –সূরা আলে ইমরান: ৯২

৭. ‘না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখেরাতকে উপেক্ষা করো। ’ –সূরা কিয়ামাত: ২০-২১

৮. ‘তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে। ’ –সূরা কাসাস: ৫৬

৯. ‘তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো- যদিও তোমাদের নিকট এটা অপ্রিয়। কিন্তু তোমরা যা অপছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা ভালোবাসো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। ’ –সূরা আল বাকারা: ২১৬

১০. ‘মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত এবং সে অবশ্যই ধন-সম্পদের আসক্তিতে প্রবল। ’ –সূরা আদিয়াত: ৬-৮

১১. ‘আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। ’ –সূরা বাকারা: ১৯০

১২. ‘আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না। ’ –সূরা বাকারা: ২৭৬

১৩. ‘আল্লাহ অকৃতজ্ঞ ব্যক্তিদের ভালোবাসেন না। ’ –সূরা আলে ইমরান: ৩২

১৪. ‘আল্লাহ জালেমদের (অত্যাচারী) ভালোবাসেন না। ’ –সূরা আলে ইমরান: ৫৭

১৫. ‘আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না। ’ –সূরা কাসাস: ৭৬

১৬. ‘আল্লাহ গর্বকারীদের ভালোবাসেন না। ’ –সূরা নিসা: ৩৬

১৭. ‘আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। ’ –সূরা আন নাহল: ২৩

১৮. ‘আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। ’ –সূরা আনআম: ১৪১

১৯. ‘আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না। ’ –সূরা আনফাল: ৫৮

২০. ‘আল্লাহ খেয়ানতকারী পাপীদের ভালোবাসেন না। ’ –সূরা আন নিসা: ১০৭

২১. ‘আল্লাহ খেয়ানতকারী কাফেরদের ভালোবাসেন না। ’ –সূরা হজ: ৩৮

২২. আল্লাহ কথায় (ভাষায়) মন্দ প্রকাশ করা ভালোবাসেন না। ’ –সূরা আর নিসা: ১৪৮

২৩. ‘আল্লাহ ফাসাদ-বিপর্যয় ভালোবাসেন না। ’ –সূরা বাকারা: ২০৫

২৪. ‘আল্লাহ বিশৃঙ্খলাকারীদের ভালোবাসেন না। ’ –সূরা মায়িদা: ৬৪

২৫. ‘মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। ’ -সূরা হুজুরাত: ১২

২৬. ‘আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। ’ –সূরা বাকারা: ১৯৫

২৭. ‘আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। ’ -সূরা তাওবা: ১০৮

২৮. ‘আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। ’ –সূরা আল বাকারা: ২২২

২৯. ‘আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। ’ –সূরা আলে ইমরান: ৭৬

৩০. ‘আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের ভালোবাসেন। ’ –সূরা আলে ইমরান: ১৪৬

৩১, ‘আল্লাহ (তার ওপর) নির্ভরকারীদের ভালোবাসেন। ’ –সূরা আলে ইমরান: ১৫৯

৩২. ‘আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন। ’ –সূরা মায়িদা: ৪২

৩৩. ‘আল্লাহ মুজাহিদদের ভালোবাসেন। ’ –সূরা ছফ: ৪

৩৪. ‘আমি (আল্লাহ) তার মাঝে ভালোবাসা দিয়েছি। ’ –সূরা ত্বহা: ৩৯

৩৫. ‘ইমান ভালোবাসার বীজ। ’ –সূরা ইয়াসিন: ৩৩

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।