বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
ইজতেমায় মসুল্লিদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগসহ ওযু, গোসল ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, ইজতেমায় আগত মসুল্লিদের খোঁজ খবর নিতে দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
জেলার পাঁচটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মসুল্লিরা সমবেত হয়েছেন ইজতেমা মাঠে। ইজতেমায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি