ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

লালমনিরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
লালমনিরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু লালমনিরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু

লালমনিরহাট: লালমনিরহাটে শহরের কালেক্ট্রেট মাঠে তিন দিনব্যাপী অঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

ইজতেমায় মসুল্লিদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগসহ ওযু, গোসল ও টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। রয়েছে মেডিকেল টিম।

এদিকে, ইজতেমায় আগত মসুল্লিদের খোঁজ খবর নিতে দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

জেলার পাঁচটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মসুল্লিরা সমবেত হয়েছেন ইজতেমা মাঠে। ইজতেমায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।