ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাটের ইজতেমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাটের ইজতেমা ইজতেমা ময়দান

লালমনিরহাট: দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোনাজাত শুরু হয় লালমনিরহাট কালেক্টরেট মাঠের এ ইজতেমায়। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মওলনা রবিউল হাসান।

এরআগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ অঞ্চলিক ইজতেমা শুরু হয়।

তিনদিনের ইজতেমায় জেলার ৫টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার প্রায় দেড় লাখ মানুষ সমবেত হন। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মানুষের ঢল নামে ইজতেমা মাঠে। কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।

ইজতেমা শেষে এক চিল্লা ২৮টি ও তিন চিল্লার জন্য ৫টি জামায়াতের প্রায় চার শতাধিক মুসল্লি দেশের বিভিন্নস্থানে তাবলীগে যেতে সম্মত হয়েছেন বলে আয়োজক কর্তৃপক্ষ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।