ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

এবার হজযাত্রীদের প্লেন ভাড়া ১ লাখ ৩২ হাজার টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এবার হজযাত্রীদের প্লেন ভাড়া ১ লাখ ৩২ হাজার টাকা ঢাকা ছাড়ার আগে হজের ফ্লাইটে যাত্রীদের মোনাজাত। ছবিটি ২০১৭ সালের

ঢাকা: চলতি বছরে পবিত্র হজব্রত যাত্রীদের জন্য প্লেন ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা (১ হাজার ৫৭৫ মার্কিন ডলার) ডলার নির্ধারণ করা হয়েছে। 

হজ মৌসুমে ডলারের মূল্যমান হিসেবে টাকায় রূপান্তর করে ঢাকা-জেদ্দা ও মদিনা-ঢাকা রুটে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

হজ যাত্রীদের জন্য সব মিলিয়ে এ ১ হাজার ৫৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে সৌদি আরবে বিমানবন্দর চার্জ, হজ টার্মিনাল সার্ভিস চার্জ,বাংলাদেশ এম্বারকেশন ফিসৌদি সরকারের নিরাপত্তা চার্জ ও ট্রাভেল এজেন্ট কমিশন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।