ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

জর্ডান কোরআন প্রতিযোগিতায় লড়বেন হাফেজ আবদুল্লাহ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
জর্ডান কোরআন প্রতিযোগিতায় লড়বেন হাফেজ আবদুল্লাহ জর্ডান কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন হাফেজ গাজী আবদুল্লাহ

পশ্চিম এশিয়ার দেশ জর্ডান। রাজধানীর আম্মান। জর্ডানকে বলা হয় আধুনিক আরব রাষ্ট্র। দেশটির বেশিরভাগ মানুষই সুন্নি মুসলমান।

সেই জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ গাজী আবদুল্লাহ।  

খুলনার এই কৃতি সন্তানকে প্রতিযোগিতার প্রতিনিধি বাছাই করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

 

১৩ বছর বয়সী হাফেজ গাজী আবদুল্লাহ যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র। এই মাদরাসার একাধিক ছাত্র বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য লাভ করেছে।  

মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বাংলাদেশী প্রতিনিধি হাফেজ গাজী আবদুল্লাহর সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।