ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সরকারি ব্যবস্থাপনায় আসন শূন্য, হজে যেতে নিবন্ধনের সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
সরকারি ব্যবস্থাপনায় আসন শূন্য, হজে যেতে নিবন্ধনের সুযোগ

ঢাকা: সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নির্ধারিত কোটার ‘কিছু সংখ্যক’ আসন শূন্য থাকায় আগ্রহীদের নিবন্ধনের সুযোগ দিয়েছে সরকার।

হজে যেতে আগ্রহীদের আগামী ৮ এপ্রিল (রোববার) পর্যন্ত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (০৩ এপ্রিল) মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, আগে ‘আসলে আগে পাবেন’ ভিত্তিতে নিবন্ধন করে হজে যাওয়া যাবে।


 
তবে আগ্রহীদের ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
 
আগ্রহীদের ঢাকার আশকোনায় হজ অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধন করতে বলা হয়েছে।
 
সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীরা যথা সময়ে ভিসা ও প্লেন টিকিট প্রাপ্তির নিশ্চয়তা, নির্ধারিত সময়ে সৌদি গমন ও প্রত্যাবর্তন, হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সুন্দর ব্যবস্থাপনায় পালন, হারাম শরীফ থেকে ৫০০-২০০০ মিটারের মধ্যে ও মদিনা শরিফে মসজিদে নববীর নিকটবর্তী স্থানে অবস্থানের সুযোগ দেওয়া হবে। এছাড়া মক্কা আল মোকাররমা ও মদিনা আল মোনাওয়ারায় একই হোটেল/বাড়িতে অবস্থানের সুযোগ পাবেন।
 
চিকিৎসকসহ অন্যান্য সেবা সার্বক্ষণিকভাবে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হবে।
 
চলতি বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে।
 
গত ১ মার্চ নিবন্ধন ও টাকা জমা দেওয়া শুরু হলেও পরে তা ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
 
গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৮ অনুমোদন দেওয়া হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা লাগবে। যা গত বছর ছিলো ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ছিলো ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
 
বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ হবে। যা গত বছর ছিলো এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।