পবিত্র হজব্রত পালনকারীদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের এখনই সময়। নিয়ম মেনে হজ পালনে গুরুত্ব অপরিসীম।
হজে যাওয়ার আগে করণীয়:
** বৈধ অর্থের উৎস থেকেই হজের সব ধরনের খরচের আঞ্জাম দেয়া।
** ইহরামের পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী কেনা।
** পাসপোর্ট ও টাকা-পয়সা রাখার জন্য ব্যাগ সংগ্রহ করা।
** প্রতিবেশীসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে দায়-দাবি মুক্ত হওয়া।
** অসিয়ত থাকলে ওসিয়তনামা তৈরি করে রাখা।
** ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করা।
** দুনিয়াবী সব ধরনের পেরেশানি ও সমস্যা থেকে মুক্ত হওয়া।
**ইবাদত-বন্দেগি বেশি বেশি করা।
** নামাজ, ইহরাম, বায়তুল্লাহ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈর দোয়া ও নিয়ম গুলো শিখে নেওয়া।
** গুরুত্বপূর্ণ আমল ও দোয়াগুলো না জানা থাকলে শিখে নেওয়া।
** হজের জন্য গুরুত্বপূর্ণ ‘তালবিয়া’ শুদ্ধভাবে মুখস্ত করে নেওয়া।
সর্বোপরি নিজেকে এভাবে তৈরি করা যে-
‘হজ পালনে দুনিয়ার জীবনের শেষ সফর। তাই মৃত্যুর প্রস্তুতি নিয়েই বাইতুল্লায় যাত্রার প্রস্তুতি গ্রহণ করা। ’
এছাড়া হজের আগে যেসব অভ্যাসগুলো ত্যাগ করা জরুরি
** সব ধরনের ইচ্ছা, লোভ-লালসা ত্যাগ করা।
** সব ধরনের খারাপ কাজ হতে বিরত নেওয়া।
** বিলাসিতা, পদমর্যাদা, গর্ব ও অহংকার ত্যাগ করা।
** ইবাদত ও কবর জেয়ারতের প্রতিটি মুহূর্তে তাড়াহুড়া না করে ও বিনয়ী হওয়া।
** দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা।
মুসলিম উম্মাহর জন্য হজের সব কাজগুলোই আল্লাহ তাআলার একান্ত নির্দশন। এ ইবাদত পালনে যেমন অর্থের প্রয়োজন তেমনি প্রয়োজন মানসিক ও শারীরিক সক্ষমতা।
আল্লাহর সব নিদর্শনগুলো পরিদর্শনে রয়েছে আনন্দ ও ভালোবাসা তেমনি এর পবিত্র নিদর্শনগুলোর সম্মান ও মর্যাদার প্রতিও বিশেষ খেয়াল রাখা। যাতে আপনার দ্বারা কাবা শরীফসহ পবিত্র স্থানগুলোর মর্যাদা ও সম্মান বিনষ্ট না হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
আরআইএস/