বিমান অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো হলো বিজি১০৬৩ যেটি রাত ১টা ৫৫ মিনিটে এবং বিজি ৫০৬১ যেটি বিকেল ৩টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল।
বুধবার (১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু’টি হজ ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট দু’টি হলো বিজি৩০৫৯ যেটি ওইদিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং বিজি ৫০৫৯ যেটি রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল। একই অজুহাতে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট বাতিল করা হয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, বৃহস্পতিবার পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এখনও অনেক টিকিট অবিক্রীত রয়েছে। আরও ফ্লাইট বাতিলের শঙ্কা আছে। আমরা এজেন্সিগুলোকে বার বার টিকিট ক্রয়ের তাগিদ দিলেও সাড়া পাচ্ছি না।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
ইএআর/এনএইচটি