আসলেই কি তাই?
আসলে তো তা নয়। পৃথিবীতে স্পাইডারম্যান-ব্যাটম্যান কখনো ছিল না সত্য, কিন্তু তাই বলে কোনো সুপারম্যান ছিলেন না তা কিন্তু নয়।
আমরা কি চাইব না, আমাদের সন্তানরাও ভবিষ্যতে হয়ে উঠুক সুপার পাওয়ার-প্রাপ্তদের একজন। আমরা কি চাইব না, আমাদের শিশুদের মনে গড়ে উঠুক সত্যের রাজমহল। মিথ্যের কাচমহল পরিণত বয়সে চূর্ণবিচূর্ণ হলেও সত্যের রাজমহল টিকে থাকবে চিরকাল। কিন্তু তাদের তো জানতে হবে কারা ছিলেন অতীতের সুপারস্টার, কী ছিলো তাঁদের কাজ। কারা ছিল অতীতের ভিলেন, আর কী হয়েছিল তাদের পরিণতি। শিখতে হবে কী করে একজন সুপারম্যান হয়ে ওঠা যায়। তাই শৈশবেই তাদেরকে বলে দিতে হবে পৃথিবী সৃষ্টির রহস্য ও প্রকৃত সুপারম্যানদের গল্প।
এই বই পাঠ করে তারা এমন কিছু সত্য ঘটনা জানতে পারবে এবং আমরা আশা করি, আল্লাহ চাইলে তারাও একদিন হয়ে উঠবে সত্যিকারের মহামানব।
এ গ্রন্থে রয়েছে শিশু-কিশোরদের জন্য সত্যিকার সুপারস্টারদের কাহিনী, কোরআন থেকে চয়িত সত্য গল্প আর নবী-রাসুলদের জীবনের আশ্চর্য সব ঘটনা।
আকর্ষণীয় ডিজাইনে চাররঙা ঝকঝকে আর্ট পেপারে ছাপা। ভেতরের ডিজাইন নয়ন জুড়িয়ে দেওয়ার মতো। এ বই শিশুতোষ ইসলামি বইয়ের শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
বইয়ের নাম : কুরআনি গল্পগুচ্ছ
রচয়িতা : মাজিদা রিফা
প্রকাশনী : রাহবার
মুদ্রিত মূল্য : ২৮০ টাকা
পৃষ্ঠাসংখ্যা : ৮০
যোগাযোগ : ০১৯১৮৩৩৯৬৩৩
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমএমইউ