সোমবার (৬ মে) ইসলামিক ফাউন্ডেশন নারায়াণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, এবার জেলার ৩৫৯৯টি মসজিদে একই নিয়মে তারাবির নামাজ আদায় করা হবে।
রমজানের প্রথম ছয়দিন দেড় পারা করে ৯ পারা এবং ২৬ রমজান রাত (২৭তম রজনী) পর্যন্ত এক পারা করে পড়ে কোরআন খতম করা করা হবে।
ফজলুল হক জানান, জেলায় ৩৫৯৯টি মসজিদে তারাবির নামাজ আদায় করা হবে। এ ছাড়া মাসজুড়ে প্রতিটি উপজেলার একটি ও জেলায় তিনটি মোট আটটি তাফসীরের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, মসজিদগুলোতে বলা হয়েছে মসজিদের হাফেজরা যেন একই নিয়মে পবিত্র কোরআন তেলওয়াত করেন। কারণ সব মসজিদে একই নিয়মে তারাবির নামাজ আদায় করলে মুসল্লিদের কোনো সমস্যায় পরতে হবে না। তারা প্রয়োজনে যেকোনো মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিক্রয় কেন্দ্র থেকে ধর্মীয় সব পুস্তক সর্বোচ্চ ৩৫ টাকা কমিশনে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ৬, ২০১৯
ওএইচ/