বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জ টাউন হলে আলেয়া জাহির ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ১৫ বছর বয়সী হৃদয়ের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয় বহন করবে আয়োজক সংগঠন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি। প্রতিযোগিতার পৃষ্টপোষক ছিলেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক আলহাজ মাওলানা শামছুল হক মুসা। কমিটির সদস্য সচিব মুফতি আলমগীর হোসাইন সাইফী ছিলেন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ।
আলেয়া জাহির ফাউন্ডেশন সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলেয়া জাহির ফাউন্ডেশনের উদ্যোগে আগস্টজুড়ে আয়োজিত প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। জেলার হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে ৩টি গ্রুপে পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ৩০০ জন প্রতিযোগিতার মাঝে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় ৩৬ জন। ১ম, ২য় ও তৃতীয় পুরস্কার ছাড়াও ৩৩ জনকে আর্থিক পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএমইউ