তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) বুদাপেস্ট অফিসের প্রধান সেদা দালি সংবাদমাধ্যমকে জানান, সুলতান সুলাইমানের সমাধির অবস্থান দক্ষিণ হাঙ্গেরির জিগেতভার শহরে। নগর-কর্তৃপক্ষ ও টিআইকেএ’র যৌথ উদ্যোগে অনুসন্ধান ও গবেষণার জন্য উদ্যোগ নেওয়া হয়।
অনুসন্ধানের পর ২০১৭ সালে সুলতান সুলাইমানের হারিয়ে যাওয়া সমাধি ও অন্যান্য অনেক ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হয়। সুলতানের এই সমাধিকে চলতি বছরের শেষের দিকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করা হবে বলে জানান সেদা দালি।
সুলতান সুলাইমান জিগেতভারেই ইন্তেকাল করেন। ১৫৬৬ সালে জিগেতভার অবরোধের সময় বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। পরবর্তীকালে তার ছেলে সুলতান দ্বিতীয় সালিম জিগেতভারে সমাধিসৌধ নির্মাণ করেন। কিন্তু সতেরো শতকে অস্ট্রিয়া হাঙ্গেরি দখল করলে, সমাধিটি হারিয়ে যায়।
ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমএমইউ