ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

সৌদি বিশ্ববিদ্যালয়ের ডিন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি রহমত

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
সৌদি বিশ্ববিদ্যালয়ের ডিন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি রহমত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ১৪৩৯-৪০ হিজরি শিক্ষাবর্ষে (ফ্যাকাল্টিতে) সর্বাধিক ভালো ফলাফল করায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী রহমতউল্লাহকে ডিনশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সর্বমোট ১৮৭ জন কৃতি শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়।

প্রতি ফ্যাকাল্টি থেকে সর্বোচ্চ নম্বরধারী পাঁচজন করে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

এদের মধ্যে সৌদির শিক্ষার্থী ছাড়াও ৮ জন বিদেশি শিক্ষার্থী এই অ্যাওয়ার্ড অর্জনের সৌভাগ্য লাভ করেন।

ডিনশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের রহমত উল্লাহ।                                          ছবি: সংগৃহীত

একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশি শিক্ষার্থী রহমত উল্লাহ।  ইসলামিক স্টাডিজ বিভাগের রহমত উল্লাহ্ এডুকেশন ফ্যাকাল্টির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রদের তালিকায় স্থান করে নেন এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বদরান আল-উমরের উপস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবান এসব শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

ডিনশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের রহমত উল্লাহ।  ছবি: সংগৃহীত

রহমত উল্লাহ্ গত শিক্ষাবর্ষেও এই পুরস্কার অর্জন করেন। কিং সাউদ বিশ্ববিদ্যালয়কে আরব বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা, বিজ্ঞান, কলা, প্রকৌশল, আরবি ভাষা, পর্যটন ও মনোবিজ্ঞান ইত্যাদি বিভাগে প্রায় ৩৫ জন বাংলাদেশি শিক্ষার্থী অনার্স, মাস্টার্স, পিএইচডিসহ বিভিন্ন শিক্ষা স্তরে অধ্যয়নরত আছেন।

ডিনশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের রহমত উল্লাহ।  ছবি: সংগৃহীত

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। বিষয়ভিত্তিক লেখা ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।