ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইরানে কোরআন প্রতিযোগিতায় নির্বাচিত বাংলাদেশের নুরুদ্দিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইরানে কোরআন প্রতিযোগিতায় নির্বাচিত বাংলাদেশের নুরুদ্দিন

ঢাকা: ইরানে একটি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘মুকাদ্দামাতুল কুরআন মাদরাসা’র ছাত্র হাফেজ নুরুদ্দিন জায়েদ। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বাছাইপর্বে শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে নির্বাচিত হন নুরুদ্দিন।  

২০২০ সালের এপ্রিল থেকে মে মাসে ইরানের ঐতিহাসিক নগরী মাসহাদে ওই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শতাধিক দেশের ক্বারী ও হাফেজ এতে অংশ নেবেন।  

নুরুদ্দিন জায়েদ ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।