ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ওমরা যাত্রীরা অর্থ ফেরত পাবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
ওমরা যাত্রীরা অর্থ ফেরত পাবেন

ঢাকা: সৌদি আরবে ওমরা করার জন্য যেসব বাংলাদেশি অর্থ জমা দিয়েছেন, তারা তা ফেরত পাবেন। 

শুক্রবার (০৬ মার্চ) ঢাকার সৌদি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ওমরা ফি হিসেবে বাংলাদেশের এজেন্সিগুলো যে অর্থ সৌদি আরবের এজেন্সিগুলোর কাছে জমা দিয়েছেন, সেটা ফেরত দেওয়া হবে।

বাংলাদেশের এজেন্সিগুলো অর্থ ফেরতের জন্য অনলাইনে আবেদন করলে সেই অর্থ ফেরত পাবে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সৌদি আরব ওমরা হজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের প্রায় ১০ হাজার ওমরাযাত্রী সৌদি আরব যেতে পারছেন না। এসব যাত্রী ওমরার খরচও পরিশোধ করে দিয়েছেন। তবে যাবতীয় অর্থ জমা দেওয়ার পর সৌদি যেতে না পারার কারণে তারা অর্থ ফেরত পাচ্ছিলেন না। তারই পরিপ্রেক্ষিতে সৌদি সরকার এই উদ্যোগ নিলো। এর ফলে এজেন্সির মাধ্যমে ওমরা যাত্রীরা অর্থ ফেরত পাবেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।