ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

খালিদের গানে কোনাল-মুহিন-আজিজ-রন্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
খালিদের গানে কোনাল-মুহিন-আজিজ-রন্টি

ঢাকা: পবিত্র রমজান নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ শিরোনামে নতুন একটি গান এসেছে সংগীতাঙ্গনে। ইমন সাহার সুর ও সংগীতায়োজনে এটি গেয়েছেন কোনাল, মুহিন, আজিজ ও রন্টি।

মুসলিম উম্মাহর প্রতি গানটি বার্তা দিচ্ছে আত্মশুদ্ধি ও সংযম সাধনার। আহ্বান জানাচ্ছে পবিত্র সিয়াম সাধনার।

গানটির ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও গানটির অডিও মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হয়েছে।

ইতিমধ্যে ইউটিউবে (https://youtu.be/bOdlAKUHh9I) গানটি দুই লাখের বেশি ভিউ হয়েছে।   

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে মাহবুবুল এ খালিদ বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখে, আল্লাহতায়ালা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এ মাসে যিনি উদার হস্তে গরিবদের দান করেন, আল্লাহ তাকে অফুরন্ত নিয়ামত প্রদান করেন। ‘রমজান (ওরে ভাই মুসলমান)’ গানটির মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে। আশা করি গানটির মাধ্যমে সবাই রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
ইইউডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।