ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বাড়ির ছাদে ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ২৫, ২০২০
বাড়ির ছাদে ঈদের জামাত বাড়ির ছাদে ঈদের জামাতে মুসিল্লরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের কারণে খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতে না পারলেও প্রতিটি মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে শত শত মুসল্লিরা নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন।

এদিকে শহরের বিভিন্ন বাড়ির ছাদেও আয়োজন করা হয়েছিলো ঈদের নামাজের।

সোমবার (২৫ মে) ঈদের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিভিন্ন বাড়ির ছাদে ব্যক্তিগত উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে শুধুমাত্র ওই বাড়ির বিভিন্ন তলায় থাকা বাসিন্দারা অংশ নেন। শহরের অনেক অ্যাপার্টমেন্টেই এমন আয়োজন করেছেন ভবনগুলোতে বসবাসরত মুসলিম পরিবারগুলো।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহা. জাকির হোসাইন জানান, এ ব্যাপারে আমাদের কোনো দিক-নির্দেশনা ছিলো না তবে এটি করতে পারেন তারা। বাড়ির বাসিন্দারা এখানে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে যদি নামাজ আদায় করে থাকেন এতে কোনো সমস্যা নেই। ঈদের জামাত বাড়ির ছাদে জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।