ঢাকা: করোনার কারণে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঈদের জামাতগুলোর সময়, ইমাম ও মুকাব্বিরদের নাম জানানো হয়েছে।
প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাত সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম জামাত সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। ষষ্ঠ ও সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ওএইচ/