ঢাকা: হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪২ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ (অতিরিক্ত সচিব), ওয়াকফ প্রশাসক এসএম তারিকুল ইসলাম (অতিরিক্ত সচিব), তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এইচএমএস/এএটি