ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বৃষ্টির জন্য ইন্দুরকানীতে নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
বৃষ্টির জন্য ইন্দুরকানীতে নামাজ আদায় বৃষ্টির জন্য নামাজ আদায়

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন স্থানীয়রা মুসলমানরা।

শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলা সদরের সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

 

জানা গেছে, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ওইদিন সকালে এ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মো. সেকেন্দার আলী মীর।

এ সময় তিনি বলেন, বৈশাখের অর্ধেক হলেও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে কোনো বৃষ্টি নেই। তা ছাড়া প্রচণ্ড খরা। ফলে মাঠের বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন। প্রাণিকুলসহ মানবজাতীর এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সতুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান নামাজে অংশগ্রহনকারী ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে শত শত পুরুষ অংশ নেন। এ নামাজকে ইস্তেখার নামাজ বলে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।