ঢাকা, মঙ্গলবার, ১৩ চৈত্র ১৪২৯, ২৮ মার্চ ২০২৩, ০৫ রমজান ১৪৪৪

ইসলাম

করোনা থেকে পরিত্রাণ পেতে জুমাতুল বিদায় বিশেষ দোয়া

  স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ৬, ২০২১
করোনা থেকে পরিত্রাণ পেতে জুমাতুল বিদায় বিশেষ দোয়া

ঢাকা: করোনা ভাইরাস মহামারি থেকে পরিত্রাণ পেতে শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে সারাদেশে বিশেষ দোয়ার আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়।
 
বৃহস্পতিবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।


 
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ সারাবিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের সব মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান ১৪৪২ হিজরি পবিত্র জুমাতুল বিদায় নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
 
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব মসজিদের সন্মানিত খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
 
একই উপলক্ষে দেশের অন্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa