ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ইসলাম

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে ১০ রিয়াল জরিমানা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জুলাই ৫, ২০২১
অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে ১০ রিয়াল জরিমানা

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধ ও হজ্জ্ব ব্যবস্থাপনাকে সামনে রেখে মসজিদুল হারাম এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে।

রোববার (৪ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, আগামীকাল ৫ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও তার আশেপাশের এলাকা, আরাফাহ, মিনা, মুজদালিফায় প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এসময় সেখানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে বিরত থাকার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০২১৪, জুলাই ৫, ২০২১
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।