ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ইসলাম

পবিত্র শবে বরাত আজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, মার্চ ১৮, ২০২২
পবিত্র শবে বরাত আজ

ঢাকা: পবিত্র শবে বরাত আজ। মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অত্যাধিক।

নফল নামাজ, রোজা, যিকিরের মধ্য দিয়ে এই রাতে ইবাদতে মশগুল থাকেন মুসল্লীরা।

কেন্দ্রীয়ভাবে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত ২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাত এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।