ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন দিনাজপুরবাসী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন দিনাজপুরবাসী 

দিনাজপুর: তীব্র গরম আর অনাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। বর্ষাকালের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির।

একইসঙ্গে প্রচণ্ড গরম। এতে যেমন শুকিয়ে গেছে খাল-বিল ও আবাদী জমির পানি, তেমনি অতিষ্ঠ জনজীবন। তাই অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে ইস্তিসক্বার নামাজ আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। এমনটিই ঘটেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় এ নামাজের আয়োজন করা হয়, যা প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে চলে।  

এদিন নামাজে অংশ নেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।  

উপজেলা শাখা জাতীয় ইমাম সমিতির আয়োজনে নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। নামাজে একসঙ্গে ১ হাজার ২০০ মানুষ অংশ নিয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন।

এ বিষয়ে পৌরমেয়র আসলাম বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। অথচ দেশের অপরপ্রান্ত সিলেটের দিকে বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দিনাজপুরে খরা মৌসুম দেখা দিয়েছে। দিনাজপুর জেলার যেসব খাল ও বিল এই সময়ে পানিতে পরিপূর্ণ থাকতো, অথচ সেই খাল ও বিল আজ মরুভূমির মতো শুকিয়ে পড়েছে। তাই ইমাম সমিতির উদ্যোগে আজ এই নামাজের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য মোনাজাত করেছি।

ইমাম সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, অনাবৃষ্টির কারণে আজ আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। রৌদ্র আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই আমরা ইমাম সমিতির পক্ষ থেকে এই নামাজের আয়োজন করেছি।  

তিনি আরও বলেন, শুক্রবার (১৫ জুলাই) এই নামাজের ব্যাপারে সেতাবগঞ্জ পৌর শহরে মাইকিং করা হয়েছে। নামাজে প্রায় এক হাজার ২শ মুসল্লি অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।