ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার পাশে এরশাদ’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার পাশে এরশাদ’ ছবি: সংগৃহীত

ঢাকা: জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ দলের নেতা-কর্মীরা শেখ হাসিনার পাশে রয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে শারীরীকভাবে হত্যা করেছে সত্যি। কিন্তু তার আর্দশকে কেউ কোনোদিন হত্যা করতে পারবে না।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের সম্পদ নয়। তিনি পুরো বাঙালি জাতির নেতা। ’

এ সময় অন্যদের মধ্যে তেজগাঁও উন্নয়ন সাকের্লের সার্কেল অফিসার সেখ কামাল হোসেন, যুবলীগ নেতা কাজী ইব্রাহীম খলিল মার‍ুফ, শেখ মাসুক রহমান, সুজন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামপুর ও কদমতলী এলাকায় আয়োজিত একাধিক শোক সভা, মিলাদ মাহফিল ও প্রার্থনা সভায় অংশ নেন সৈয়দ আবু হোসেন বাবলা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এসআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।