ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

এরশাদের নির্বাচনী প্রচারণা শুরু ১ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এরশাদের নির্বাচনী প্রচারণা শুরু ১ অক্টোবর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ০১ অক্টোবর দলের জাতীয় প্রচারণা ও প্রস্তুতি ক্যাম্পেইনেরও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে।

রোববার (১১ সেপ্টেম্বর) রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ঈদ-উল আযহা উপলক্ষে পাঁচদিনের সফরে রংপুরে এসেছেন এরশাদ।
 
এরশাদ বলেন, জাতীয় পার্টি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে। আগামী ০১  অক্টেবর হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীয় কো-চেয়ারম্যান জি এম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইয়াসির হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।