ঢাকা: ষোল বছর পরে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
শুক্রবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এতে তিনি উল্লেখ করেন, ষোল বছর জাতীয় পার্টির সঙ্গে রাজনৈতিক পথ চলায় আমি সব সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পার্টির সব কর্মকাণ্ডে অংশ নেওয়ার চেষ্টা করেছি। বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি, দলে সততা, নিষ্ঠা, রাজনৈতিক যোগ্যতা, জেষ্ঠ্যতা ও আন্তরিকতার অবমূল্যায়ন করা হচ্ছে।
“এই সংস্কৃতির সঙ্গে আর খাপ খাইয়ে চলা সম্ভব হচ্ছে না, বিধায় আমি পার্টির সব পদ এবং দায়-দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি”।
পার্টির কার্মকাণ্ড পরিচালনার সময় যে সহযোগিতা ও পরামর্শ পেয়েছি, তা শ্রদ্ধাভরে স্মরণ রাখবো, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এটি