ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

জাপা নেতা মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জুলাই ১৪, ২০১৭
জাপা নেতা মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুহাম্মদ মাসুদুর রহমান মাসুদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দোয়া ও মোনাজাত করা হয়।

মসজিদের সিনিয়র পেশ ইমাম হযরত মাওলানা মুহিববুল্লাহ বাকী নদভী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একইসময়ে অসুস্থ মাসুদ চৌধুরীর জন্য হাইকোর্ট মাজারেও দোয়া করা হয়। মোনাজাত করেন সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা আহম্মদ রেজা।

এছাড়া মাসুদ চৌধুরীর চট্টগ্রামস্থ বাসভবন ও আন্দরকিল্লাস্থ শাহী জামে মসজিদেও তার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

মাসুদ চৌধুরী মঙ্গলবার (১১ জুলাই) দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম সেবা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ডা. আবু মনসুর মোহাম্মদ মিজান উদ্দিন খালেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় তার শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। আগের চেয়ে বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।