ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদ ভদ্র মানুষ, তাই জাপায় ফিরেছি: ডা. ফরাজী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এরশাদ ভদ্র মানুষ, তাই জাপায় ফিরেছি: ডা. ফরাজী এইচএম এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিলেন পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী।

ঢাকা: দীর্ঘদিন দলের বাইরে থেকে নির্বাচন করে আসছেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ডা. রস্তুম আলী ফরাজী। 

জানালেন, বর্তমানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যবহার তাকে মুগ্ধ করেছে। সেজন্য ফের আগের দলে ফিরে এসেছেন তিনি।

 
 
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে  চেয়ারম্যান এইচএম এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগ দিলেন বলে ডা. ফরাজী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. ফরাজী।

প্রতিক্রিয়ায় বাংলানিউজকে এমপি ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ‘এই মুহূর্তে দেশে এরশাদ সাহেব পরিচ্ছন্ন রাজনীতি করেন। উনি (এরশাদ) একজন ভদ্র মানুষ, তাই জাতীয় পার্টিতে যোগ দিলাম। ’
 
তিনি বলেন, ‘আগে আমি জাতীয় পার্টির রাজনীতি করতাম। ১৯৯৬ সালে পিরোজপুর-৩ আসন থেকে পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করি। তখন হেরে গেলে পরবর্তীতে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়ী হই। ’

‘আসলে আমি একজন খাঁটি স্বতন্ত্র এমপি। যেহেতু নির্বাচন আসন্ন তাই দেখলাম বাইরে থেকে কী লাভ? দলে যোগ দেই। এজন্য এলাকায় গিয়ে বিভিন্ন সময় আমার ভোটার-সমর্থকদের সঙ্গে কথা বলি। তারাও আমায় উৎসাহ দিয়েছেন। ’
 
এলাকার মানুষের মতামত নিয়েই জাপায় যোগ দিয়েছেন জানিয়ে ডা. ফরাজী বলেন, কর্মী-সমর্থকরাও সবাই বলেছেন-এরশাদ সাহেবের পার্টিতে যোগ দিতে। তাই কোনো হৈ-হুল্লোড় নয়, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করবো। ’
 
আগামী নির্বাচনের টিকিট নিশ্চিত করতেই যোগদান কি না? এমন প্রশ্নের উত্তরে সংসদে বিভিন্ন বিষয়ে সমালোচনা করা এমপি ফরাজী বলেন, ‘তা তো অবশ্যই। তাছাড়া আমি এলাকায় জনপ্রিয়। নির্বাচনে টাকা পয়সারও দরকার আছে। তাই বাইরে না থেকে দলে ফিরলাম। ’
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।