ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

মৃত্যুর আগে হলেও জাপা‌কে ক্ষমতায় দেখতে চান এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
মৃত্যুর আগে হলেও জাপা‌কে ক্ষমতায় দেখতে চান এরশাদ যৌথসভায় বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: কাশেম হারুন

ঢাকা: জাতীয় পা‌র্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব‌লে‌ছেন, ‘আমার যা ছি‌লো শেষ হ‌য়ে‌ গেছে। প‌থের ভিখা‌রি আ‌মি। এখন মৃত্যুর আ‌গে দে‌খে যে‌তে চাই জাতীয় পা‌র্টি সরকারে প্র‌তি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ক্ষমতায় গে‌ছে।’

সোমবার (২২ জানুয়ারি) বেলা সকাল সা‌ড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় তি‌নি এ কথা বলেন। আগামী ১৫ ফেব্রুয়ারি দলের উদ্যোগে ঢাকায় সমাবেশ আয়োজনের বিষয়ে এ যৌথসভা ডাকা হয়।

এরশাদ ব‌লেন, ‘জাতীয় পা‌র্টির সাম‌নে আশার আ‌লো এ‌সে‌ছে। জাতীয় পার্টির যে ৯ বছ‌রে গুম-খ‌ুন হয়‌নি, মানুষ ওই সময়ে ফিরে যে‌তে চায়। ’

১৫ ফেব্রুয়া‌রি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশ সবচেয়ে বড় আয়োজন হবে জা‌নি‌য়ে এরশাদ ব‌লেন, ১৫ তারি‌খের বা‌জেট পাঁচ কোটি টাকা। এ বা‌জেট সংগ্রহ কর‌তে হ‌বে। দেখা‌তে হ‌বে জনগণ আমা‌দের প্রত‌ি আকৃষ্ট। দূর-দূরান্ত থে‌কে মানুষ আস‌বে। লঞ্চ ভাড়া কর‌তে হ‌বে। বাস আস‌তে হ‌বে, ট্রেন ভাড়া কর‌তে পার‌বো।

অ‌নে‌কে জাতীয় পা‌র্টি‌কে গৃহপা‌লিত দল ম‌নে ক‌রে, এ মন্তব্য করে এরশাদ বলেন, ঘটনা ঘ‌টে গে‌ছে। কিছু করা যা‌বে না। আমার খারাপ লা‌গে। ত‌বে জাতীয় পা‌র্টির দি‌কে মানুষ চেয়ে আ‌ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
‌এসএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।