ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

বিজয় নিশ্চিত করতে কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ডিসেম্বর ১২, ২০১৮
বিজয় নিশ্চিত করতে কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

লালমনিরহাট: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান লালমনিরহাট-৩ (সদর) আসনের মহাজোট প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মহাজোটের বিজয় নিশ্চিত করতে জোট নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী কিছু আসনে জাপা’র প্রার্থীকে উন্মুক্ত রাখা হয়েছে। যা মহাজোটের বিজয়কে নিশ্চিত করবে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট হাসপাতাল রোড এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের বিজয় হলে লালমনিরহাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলে যুবসমাজের কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে।

পরিত্যক্ত বিমানবন্দর, মোগলহাট স্থলবন্দর, কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু করে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত করা হবে। ’

এক প্রশ্নের জবাবে জাপা’র কো-চেয়ারম্যান বলেন, ‘বিপক্ষ প্রার্থী আমাকে (কাদের) চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ বলতে না পেয়ে বহিরাগত বলে প্রচারণার চেষ্টা করছেন, যা সঠিক নয়। আগামী দিনে ক্ষমতায় এলে সংসদের কাজ শেষে লালমনিরহাটের বাসায় থাকবো। বহিরাগত বলার কোনো সুযোগ নেই, আগামীতেও থাকবে না। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারা দেশের মতো লালমনিরহাটেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লালমনিরহাটবাসী আবারও মহাজোটের পক্ষে ভোট বিপ্লব ঘটাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ূন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।