ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

মহাজোট ক্ষমতায় না এলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মহাজোট ক্ষমতায় না এলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে: বাবলা গণসংযোগ করছেন ঢাকা-৪ আসনের মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা

ঢাকা: জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য ও ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আগামীতে মহাজোট ক্ষমতায় না এলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। তাই মহাজোটকে ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়নগুলো কাজ সমাপ্ত করার সুযোগ দিন। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে বাবলা এসব কথা বলেন।  

বাবলা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে নৌকা-লাঙ্গল এক হয়েছে।

মহাজোট একসঙ্গে কাজ করলে কোনো ষড়যন্ত্রই উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। নৌকা এবং লাঙ্গল হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। অপশক্তিকে রোধ করার প্রতীক। তাই লাঙ্গল ও নৌকার প্রার্থীকে ভোট দিন।  

বাবলা ধোলাইপাড়ের আমির টাওয়ার, শ্যামপুরের আলীবহর, রাজাবাড়ী, ফায়ার সার্ভিস ও পোস্তাগোলা রাজাবাড়ী, মীর হাজীরবাগেরর পাইপরাস্তা, মুন্সিবাড়ী এবং খন্দকার রোডে গণসংযোগ ও প্রচার মিছিল করেন। এসময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা বাবলার গণসংযোগে অংশ নেন।

অন্যদিকে আলমবাগ, শ্যামপুর বালুর মাঠে লাঙ্গলের পক্ষে গণসংযোগ করেন বাবলা পত্নী সালমা হোসেন।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।