ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক! হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক শুরু হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে এরশাদের দেশে ফেরার কথা জানিয়ে রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস উইং থেকে নিশ্চিত করা হলেও মধ্যরাতে আবার জানানো হয়েছে এরশাদ ফিরবেন না!

প্রেস উইং জনায়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সোমবার দেশে ফেরার কথা ছিলো। কিন্তু মেডিকেল চেকাআপ শেষ না হওয়ায়, তিনি দেশে ফিরছেন না।

পরবর্তীতে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফেরার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান। এর আগে ২৩ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এরশাদের দেশে ফেরার খবর দিয়েছিলেন।

চলতি বছরের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। তার আগে ভর্তি ছিলেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।