ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

ভবিষ্যতে জাপার চেয়ারম্যান কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
ভবিষ্যতে জাপার চেয়ারম্যান কাদের গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা: ভবিষ্যতে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১ জানুয়ারি) জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কাউন্সিলরদের উদ্দেশে একটি নির্দেশনা জারি করে এ খবর জানিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, আমি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সর্বস্তরের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

পার্টির সব কাউন্সিলররা তাকে নির্বাচিত করবেন বলেও আশা করেন তিনি। তবে আমি (এরশাদ) পার্টির চেয়ারম্যান হিসেবে যতদিন দায়িত্ব পালন করবো, ততদিন কাদের আমাকে সহযোগিতা করবেন।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।