ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের জন্মদিন উদযাপনে ১৫ সদস্যের পরিষদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
এরশাদের জন্মদিন উদযাপনে ১৫ সদস্যের পরিষদ হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯০তম জন্মদিন ২০ মার্চ। 

জন্মদিন পালন করতে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

২০ মার্চ (বুধবার) সকাল ১০টায় গুলশান-০১ সার্কেলের ইমানুয়েলস্ মিলনায়তনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রচিত গ্রন্থ সমগ্র প্রদর্শন করা হবে।

 

আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা আবৃত্তি এবং পল্লীবন্ধুর লেখা গান পরিবেশিত হবে।

জাপা চেয়ারম্যানের প্রেস সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে সদস্য সচিব করা হয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।