ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন নতুন ৮ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৯, ২০১৯
জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন নতুন ৮ জন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন করে আট জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য নিয়োগের এই ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন করে যাদের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে তারা হলেন— সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ারর মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী ও রানা মোহাম্মদ সোহেল এমপি, ফেনীর নাজমা আখতার এমপি, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, নারায়ণগঞ্জের আলমগীর শিকদার লোটন এবং চাঁদপুরের এমরান হোসেন মিয়া।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক নেওয়া এই সিদ্ধান্ত চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।