ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

মোস্তফা জামাল হায়দার হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, মে ১৯, ২০১৯
মোস্তফা জামাল হায়দার হাসপাতালে ভর্তি মোস্তফা জামাল হায়দার, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ মে) জাতীয় পার্টির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার (১৮ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি প্রফেসর ডা. একে আজাদ খানের অধীনে চিকিৎসাধীন আছেন।

প্রবীণ এ রাজনীতিক নিম্ন রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। পরিবারের সদস্যরা তার সু-স্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।