ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে রওশনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরকে আশীর্বাদ করেছেন প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন।

দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘ সময় পার্টির বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।  

বৈঠক শেষে জিএম কাদের বলেন, রওশন এরশাদ আমাদের অভিভাবক। তার স্নেহ ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।

এসময় রওশন এরশাদের বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় এবং হুসেইন মুহম্মদ এরশাদের জেষ্ঠপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।

সম্প্রতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত হলে দলের চেয়ারম্যান হন তার ভাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত জিএম কাদের।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এসএমএকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।