ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
জাপার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি গঠন

ঢাকা: চট্টগ্রাম বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার সুপারিশ প্রণয়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের এক সাংগঠনিক সিদ্ধান্তে এই কমিটি গঠনের সিদ্ধান্ত দেন।

সোমবার (২৯ জুলাই) জাপা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে গঠিত এই কমিটির অপর সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভূঁইয়া (কমিটির সদস্য সচিব) এবং ভাইস চেয়ারম্যান মাহ্জাবিন মোর্শেদ।

এই কমিটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সব জেলা সফর করে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতাদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সমন্বয় সাধনের লক্ষে সুপারিশমালা দলের চেয়ারম্যানের কাছে এক মাসের মধ্যে জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।