ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

অপসংস্কৃতির আগ্রাসনে সংস্কৃতি বিপর্যয়ের মুখে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
অপসংস্কৃতির আগ্রাসনে সংস্কৃতি বিপর্যয়ের মুখে: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির ইতিহাস আছে। কিন্তু অপসংস্কৃতির আগ্রাসনে এখন তা বিপর্যয়ের মুখে পড়েছে। তাই দেশের ঐতিহ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি এখন দেশের রাজনীতির মাঠে সক্রিয়।

প্রতিদিনই দেশের ইতিবাচক রাজনীতিতে ভূমিকা রাখছে জাতীয় পার্টি। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। সাধারণ মানুষ প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির ওপরেই ভরসা রাখছে। আগামী দিনের রাজনীতিতে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে বলেও জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।