ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

দেশে গরিব মানুষের সংখ্যা বাড়ছে: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
দেশে গরিব মানুষের সংখ্যা বাড়ছে: জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না। বরং গরিব মানুষের সংখ্যা দিনকে দিনে বাড়ছে। যে কারণে সমাজে বৈষম্যও বাড়ছে। এটা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় হকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সমাজে বৈষম্য আছে বলেই গরিব ও ধনী মানুষের সংখ্যা বাড়ছে।

এটা কোনো সুষ্ঠু সমাজের লক্ষণ নয়। আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব, তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে।

জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সারাজীবন হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।

এসময় দরিদ্র ও শ্রমিক শ্রেণির ঐক্যই জাতীয় পার্টির মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, হকার্স পার্টির রাজু আহমেদ রিপন, রাবেয়া আক্তার বকুল, মুকুল আমিন, হুমায়ুন কবির, কামাল শেঠ, সাজেদুল হক লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫ ২০১৯
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।