ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাসির ঝুড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০
হাসির ঝুড়ি

দুটো আপেল পকেটে
ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’
ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি। ’
এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’
‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’—ক্যাবলার জবাব


গাছতলাটা ভারি অন্ধকার
সন্ধ্যায় পার্কের লাইটপোষ্টের নিচে এক লোক কিছু একটা খুঁজছিল।


: কি ভাই, কিছু হারিয়েছেন বুঝি?
: হ্যাঁ ভাই, ওই গাছতলায় আমার আংটিটা পড়ে গেছে।
: তা এখানে খুঁজছেন কেন? গাছতলায় খুঁজুন।
: গাছতলাটা ভারি অন্ধকার – কোনো আলো নেই। তাই এখানে খুঁজছি।

 
সারা রাত কেউ আসেনি
ট্রেন থেকে নেমে পল্টু তাঁর বন্ধু রাজনের সঙ্গে কথা বলছে—
পল্টু: জানিস, সারা রাত ট্রেনে ঘুমোতে পারিনি।
রাজন: কেন, সমস্যা কী ছিল?
পল্টু: আর বলিস না। আমার সিট ছিল ওপরের বাংকারে।
রাজন: তা কারও সঙ্গে তো বদল করে নিচের বাংকারে আসতে পারতি!
পল্টু: আরে বোকা, কেবিনে তো আমি একাই ছিলাম। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কেউ এলে তার সঙ্গে বাংকার বদলাব। কিন্তু সারা রাত আর কেউ আসেনি।

সংগ্রহে : হাসিবুল হাসান আশিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।