স্মৃতিশক্তি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে এই স্মৃতিশক্তি লোপ পেতে পারে।
স্মৃতি লোপ পেলে প্রভাবটা আসলে পড়ে মাথায়ই। মাথার মধ্যে থাকে নিউরণ। এই নিউরণ সকল স্মৃতির কেন্দ্র। যেভাবেই হোক এই নিউরণ আক্রান্ত হলে মানুষের স্মৃতি লোপ পায়।
মাথার ভেতর এই নিউরণের কাজ হলো চারপাশে, শরীরে, মনে যা কিছু ঘটছে তার হিসাব রাখা। তাই নিউরণের কোনো সমস্য হলে স্মৃতিরও সমস্যা দেখা দেয়। অনেকটা কম্পিউটারের মাদারবোর্ডের মতো।
তবে কারো কারো স্মৃতি লোপ পাওয়ার পর মাঝে মাঝে তা ফিরে আসে। কিন্তু এর প্রতিক্রিয়া থেকেই যায়। এছাড়া পেটে ঘা, হাই ব্লাডপ্রেসার, হাঁপানি প্রভৃতি রোগের ফলেও স্মৃতিশক্তির গোলমাল দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]