ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেষ হলো না’গঞ্জের জ্যোর্তির্বিজ্ঞান কর্মশালা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৩
শেষ হলো না’গঞ্জের জ্যোর্তির্বিজ্ঞান কর্মশালা

নারায়ণগঞ্জে শেষ হলো দু‘দিনব্যাপী আকর্ষণীয় জ্যোর্তির্বিজ্ঞান কর্মশালা।

শিশু-কিশোর সংগঠন গঙ্গাফড়িং ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

৮ ও ৯ ফেব্রুয়ারি চলে এ কর্মশালা।

জ্যোর্তির্বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থী, যারা শিখতে চায় কি করে ঘরে বসেই বানানো যায় একটা প্রাথমিক টেলিস্কোপ অথবা পেরিস্কোপ কিংবা বানাতে চায় একটা উড়োজাহাজের মডেল, তাদের জন্য ছিল এ আয়োজন।

কর্মশালায় ছিল জ্যোর্তির্বিজ্ঞানের ইতিহাস, আকাশে ওড়ার ইতিহাসসহ গ্রহ নক্ষত্রের মিথ নিয়ে তত্ত্বীয় ক্লাস। এছাড়া ছিল মহাকাশ বিজ্ঞানের ওপর প্রামাণ্য চলচ্চিত্র।

দু’দিনের এ কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সংগঠক মশহুরুল আমিন মিলন। কর্মশালায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজের ৫৬ জন শিক্ষার্থী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি, সায়েন্স ফিকশন লেখক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ ও গঙ্গাফড়িং সংগঠনের অন্যতম সংগঠক দিনা তাজরিন।

কর্মশালার প্রথম দিনে শিক্ষার্থীরা পেরিস্কোপ, খাঁচার পাখি, আকাশ গোলক বানানো শেখে। এছাড়াও ছিল সৃষ্টির রহস্য এবং সৌরজগতের বিভিন্ন গ্রহ-নক্ষত্র নিয়ে বিস্তারিত আলোচনা।

কর্মশালার শেষ দিন প্রাথমিক টেলিস্কোপ ও বিমানের মডেল বানানো শেখানো হয়। তাছাড়াও ছিল মহাকাশের তারাদের মিথ নিয়ে বিভিন্ন গল্প ও আলোচনা। কর্মশালায় গান করে গঙ্গাফড়িংয়ের বন্ধুরা।

কর্মশালার শেষ দিকে প্রত্যেক শিক্ষার্থীকে জ্যোর্তির্বিজ্ঞানের ওপর ২টি করে বই উপহার দেওয়া হয়। গঙ্গাফড়িংয়ের বার্ষিক অনুষ্ঠানে ঘোষণা করা হয় কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ০৯, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।