ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
হা! হা! হি! হি!

ছেলে বড় হয়ে কী হবে
বাবা: মাষ্টার সাহেব, আপনার কী মনে হয়, আমার ছেলে বড় হয়ে কী হবে?
শিক্ষক: মনে হয় মহাকাশচারী হবে?
বাবা: কেন? এত কিছু থাকতে ও মহাকাশচারী হতে যাবে কেন?
শিক্ষক: বারবার বুঝিয়ে দেওয়ার পরও যখন পড়া জিজ্ঞেস করি, তখন দেখলে মনে হয় ও যেন আকাশ থেকে পড়ল।

নড়াচড়া
ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক: কী ব্যাপার, জনি, সাজিদ? স্কুলে আসতে এত দেরি হলো কেন?
জনি: স্যার, আমি আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছিলাম।

ওটা খুঁজতে গিয়েই দেরি হলো।
শিক্ষক: তা, সাজিদ, তোমার দেরি হওয়ার কারণটা কী শুনি?
সঞ্জু: স্যার, আমি নড়াচড়া করতে পারছিলাম না।
শিক্ষক: কেন, নড়াচড়া করতে পারছিলে না কেন?
সঞ্জু: জনির মানিব্যাগটা তো আমার পায়ের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, স্যার। ওটা লুকিয়ে কী করে নড়াচড়া করি, বলুন!

দৃষ্টিশক্তি
ছাত্র ও শিকের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক: পল্টু, বলো তো কী খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়?
পল্টু: ঘাস, লতাপাতা।
শিক্ষক: আমার সঙ্গে ফাজলামো করা হচ্ছে, তাই না!
পল্টু: স্যার, ফাজলামো করব কেন! ছাগল আর গরুর চোখের দিকে একটু খেয়াল করে দেখুন, ওরা কী চোখে চশমা দেয়!

সংগ্রহে: তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।