ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
হা! হা! হি! হি!

অন্যদের বোঝানো
বড় বোন: আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন: আমি যে গান গাচ্ছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।

চ্যানেলটা বদলে দিতে পারতাম
বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে ­
বড় ভাইঃ আমার গান তোর কেমন লাগল ?
ছোট ভাইঃ তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত ।


বড় ভাইঃ আসলেই আমি এত ভাল গান করি ?
ছোট ভাইঃ না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।

জেব্রার রঙিন ছবি
শিক্ষক: পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।
ছাত্র: জেব্রার একটা রঙিন ছবি তুলে দেখান তো!

শুক্রবার ছুটির দিন
শিক্ষক : একটা গাভী দিনে তিন লিটার দুধ দিলে সপ্তাহে কত লিটার দেবে?
ছাত্র : আঠার লিটার, স্যার।
শিক্ষক : কী ভাবে?
ছাত্র : শুক্রবার যে ছুটির দিন, স্যার।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।