নাই মামা, কানা মামা কোন মামা ভালো?
চালু মামা, কালো মামা মামাগিরি হলো!
কোনো মামা জামা দেয় রঙে জমকালো
কার মামার গল্পতে সবে চমকালো!
চাঁদ মামা, বাঘ মামা কতো মামা আছে
কতো মামা চুরি করে টাকা ভরে পাছে।
গাছের টাকার মতো মামাদের টাকা
বাড়ি করে, গাড়ি করে মামা থাকে ঢাকা।
মামার জোরে কেউ করে মামাগিরি
মামা-ভাগ্নে মিলে গড়ে ভাগ্যের সিঁড়ি।
কতো মামা অপরাধে জেলে খাটে সাজা
মামাদের নামে কতো ভাগ্নেরা রাজা।
এই হলো মামাদের আমলনামা
সব মামার আছে জেনো নিজ নিজ মামা ॥
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুন, ০৮, ২০১৩
এএ[email protected]